thereport24.com
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭,  ৯ রবিউল আউয়াল 1442

ক্যানসারের কাছে হার মানলেন সিমর দুগ্গল

২০২০ আগস্ট ১৩ ১৫:১৮:১৬
ক্যানসারের কাছে হার মানলেন সিমর দুগ্গল

দ্য রিপোর্ট ডেস্ক: প্রয়াত ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় মডেল ও ডিজাইনার সিমর দুগ্গল ৷ বয়স হয়েছিল ৫২ ৷ তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকের ছায়া ঢেকে দিল গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ৷ ভারতীয় ফ্যাশনকে বিশ্বব্যাপি ছড়িয়ে দেওয়ার পিছনে বড় অবদান ছিল সিমরের ৷

জানা গেছে, অনেকদিন ধরেই ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করছিলেন সিমর ৷ তবে শেষমেশ মৃত্যুর কাছে হার মানলেন তিনি ৷

সিমর দুগ্গল মডেল দুনিয়ার এক জ্বলন্ত উদাহরণ ৷ তিনিই প্রথম সব রকম নেগেটিভ চিন্তাভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পরেও একের পর এক ফ্যাশন শো-তে হেঁটে গিয়েছেন ৷ ফ্যাশন শো-তে তাঁর ওয়াক ছিল নজর কাড়া৷

সিমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা ৷ শোক প্রকাশ করেছেন মালাইকা অরোরা, লারা দত্তের মতো ব্যক্তিত্বরা ৷

(দ্য রিপোর্ট/আরজেড/১৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর