thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭,  ৩ রবিউল আউয়াল 1442

অনুমোদিত ১৮ এজেন্সিতে সৌদি ভিসা নবায়ন

২০২০ সেপ্টেম্বর ২৭ ১৪:১৭:৪৪
অনুমোদিত ১৮ এজেন্সিতে সৌদি ভিসা নবায়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনে ভিসা নবায়ন ও বিমানের টিকিট সংগ্রহ করতে ভিড় করেছেন। তবে সৌদি কনস্যুলেট জানিয়েছে, দূতাবাস নয়, অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন আবেদন করা যাবে।

রবিবার দেয়া হচ্ছে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে ৪ অক্টোবর থেকে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে।

গত ২৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তাদের ভিসা সৌদি দূতাবাসের মাধ্যমে প্রদান করতে সৌদি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। রবিবার থেকে সৌদি দূতাবাস খুলবে। এছাড়া ইকামার মেয়াদ চলতি আরবি মাসের শেষ দিন পর্যন্ত বৈধ থাকবে। সৌদি আরবে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান টিকেট ইস্যু করবে। ভিসা সংগ্রহের সময় সৌদি দূতাবাসে বিশৃঙ্খলা না করার অনুরোধ করে মন্ত্রণালয়।

অনুমোদিত ১৮টি এজেন্সির তালিকা দেখে নিন:

(দ্য রিপোর্ট/আরজেড/২৭সেপ্টেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর