thereport24.com
ঢাকা, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮,  ১ জমাদিউল আউয়াল 1443

৪০০ সৌদি প্রবাসী আজ পাচ্ছেন ফিরতি টিকিট

২০২০ অক্টোবর ০১ ১১:২১:১৭
৪০০ সৌদি প্রবাসী আজ পাচ্ছেন ফিরতি টিকিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার কারণে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে বৃহস্পতিবার ৪০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে।অনেকে টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

গতকাল বুধবারও রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সোনারগাঁ হোটেলের সামনে সৌদি প্রবাসীদের টিকিটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়।ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে; কিন্তু এখনও তারা টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

অন্যদিকে কারো কারো ভিসার মেয়াদ থাকলেও এখনও টিকিট না পাওয়ায় সৌদি ফেরার বিষয়ে অনিশ্চয়তায় ছিলেন।কিন্তু বৃহস্পতিবার থেকে টিকিট দেয়া শুরু হওয়ায় তাদের সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর