thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭,  ১৫ রবিউস সানি ১৪৪২

এলপিএলে দল কিনলো সালমান খানের পরিবার

২০২০ অক্টোবর ২২ ১৬:০৫:৩৪
এলপিএলে দল কিনলো সালমান খানের পরিবার

দ্য রিপোর্ট ডেস্ক: ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক অনেক গভীর। প্রেম, ভালোবাসা থেকে বিয়ে, বলিউড তারকাদের ক্রিকেট দল কেনা আবার ক্রিকেট তারকাদের নিয়ে বলিউডে সিনেমা; বহু কারণে এই দুই ভুবনের মধ্যকার সম্পর্ক দারুণ।

বলিউডের বেশ কয়েকজন তারকা আইপিলসহ বিভিন্ন ক্রিকেট প্রিমিয়ার লিগে দল কিনেছেন। এবার সেই তালিকায় নাম লেখালো সালমান খানের পরিবার। লংকা প্রিমিয়ার লিগ বা এলপিল-এ একটি দল কিনেছেন সালমানের ভাই সোহেল খান ও বাবা সেলিম খান। তাদের দলের নাম ক্যান্ডি তাস্কার্স।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এলপিএল। এ উপলক্ষে গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয় প্লেয়ারস ড্রাফট। সেই আয়োজনে ক্যান্ডি তাস্কার্সের জন্য প্লেয়ার ক্রয় করে সাল্লুর পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে সোহেল খান বলেছেন, ‘আমাদের দলে যেসব খেলোয়াড় আছে, সার্বিকভাবে লিগের অবস্থান এবং সমর্থকদের যে প্যাশন রয়েছে, তাতে আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

সোহেল খান জানান, এলপিএলে বেশ কিছু ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন সালমান খান।

ক্যান্ডি তাস্কার্স তাদের দলে নিয়েছে ক্রিস গেইল, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেটদের মতো খেলোয়াড়দের।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর