thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭,  ১৫ রবিউস সানি ১৪৪২

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

২০২০ অক্টোবর ২৭ ১০:৪৪:৫৯
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে রওনা হন ৭৬ বছর বয়সী আবদুল হামিদ। বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর