thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ফ্রান্সে ফের লকডাউন জারি

২০২০ অক্টোবর ২৯ ১১:০৭:০১
ফ্রান্সে ফের লকডাউন জারি

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামি শুক্রবার (৩০ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবর বিবিসি

লকডাউন আগামী নভেম্বরের শেষ পর্যন্ত জারি থাকতে পারে। এসময় অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য যেমন, রেস্টুরেন্ট এবং বার বন্ধ রাখা হবে। তবে চালু থাকবে স্কুল এবং বিভিন্ন কারখানা।

টেলিভিশনে দেয়া এক ভাষণে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ আসার যে ঝুঁকি রয়েছে, তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজ্জনক বা কঠিন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সরকারের দেয়া সব ধরনের বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

তবে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন বলে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, নতুন বিধি-নিষেধের আওতায় শুক্রবার থেকে লোকজন শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বা ওষুধপত্র কেনার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাবেন।

গত এপ্রিল থেকেই ফ্রান্সে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। বুধবার দেশটিতে নতুন করে ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, আজ পর্যন্ত দেশটিতে ১২ লাখ ৩৫ হাজার ১৩২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭৮৫ জনের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ অক্টোবর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর