thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মে ২০২১, ২ জ্যৈষ্ঠ ১৪২৮,  ৪ শাওয়াল ১৪৪২

মেয়ের আবদারে ঘর রং করলেন  তাহসান

২০২০ নভেম্বর ২০ ১৭:৩৫:৩৩
মেয়ের আবদারে ঘর রং করলেন  তাহসান

মেয়ের আবদারে এবার ঘর রং করলেন তাহসান খান। নতুন রং করা সাজানো ঘর নিয়ে অনুরাগীদের কাছে পরামর্শ চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি।

মেয়ের আবদার করেছিল তার গোলাপি রঙের ঘর চাই। মুখ থেকে কথাগুলো বেরোতেই যতটুকু দেরি! বাবা তাহসান খান এক মুহূর্তও ব্যয় না করে মাঠে নেমে পড়লেন আদরের কন্যার আবদার মেটাতে। নিজের হাতে রং করলেন মেয়ের ঘর। এক বিজ্ঞাপনী প্রচারে দেখা গেল সেই দৃশ্য। গোলাপি দেওয়ালে ভালবেসে এঁকে দিলেন বর্ণিল প্রজাপতি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর