thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

হাফিজের ছেলের চেয়ে রমিজ রাজার ক্রিকেটজ্ঞান কম!

২০২০ নভেম্বর ২৩ ১৫:৪৪:২৬
হাফিজের ছেলের চেয়ে রমিজ রাজার ক্রিকেটজ্ঞান কম!

দ্য রিপোর্ট ডেস্ক: গত এপ্রিলে ৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন রজিম রাজা। সে সময় হাফিজ জানিয়েছেন, অবসর নেয়া কিংবা না নেয়া পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সাম্প্রতিক সময়ে করা নানা মন্তব্যের কারণে রমিজের ক্রিকেট জ্ঞান নিয়ে এবার সংশয় জেগেছে হাফিজের। তাই তিনি বলেছেন, আমার ছেলের চেয়েও রমিজ রাজার ক্রিকেটজ্ঞান কম।

পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলেছেন রমিজ। ছিলেন সাবেক অধিনায়কও। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। খেলা ছাড়ার পর নাম কামিয়েছেন ধারাভাষ্য ও বিশ্লেষণে। তাই সাবেক এ ক্রিকেটারে প্রতি তার শ্রদ্ধা আছে হাফিজের। তবে তার 'ক্রিকেটজ্ঞান' ও খেলা নিয়ে জানাশোনা কিংবা সচেতনতায় তেমন ভরসা নেই, ‘খেলোয়াড় হিসেবে পাকিস্তান দলে রমিজ রাজার অবদান স্বীকার করি। তার মতামতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তার ক্রিকেটজ্ঞান ও জানাশোনা নিয়ে আমার দ্বিধা আছে। এমনকি আমার ১২ বছর বয়সী ছেলের ক্রিকেট নিয়ে জানাশোনা রমিজ ভাইয়ের চেয়ে ভালো।’

রমিজ নাকি আলোচনায় থাকতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব বিতর্কিত কথা থাকেন। এমনই জানিয়েছেন হাফিজ, ‘রমিজ ভাই এমন সব কথা বলে নিজের ইউটিউব চ্যানেলের বাজার ধরে রাখতে চাইলে আমি তো তাকে ঠেকাতে পারব না। তবে যত দিন পর্যন্ত ফিট আছি এবং পারফর্ম করতে পারব তত দিনই পাকিস্তানের হয়ে খেলে যাব।’

হাফিজের নতুন খোঁচার জবাব অবশ্য এখনও দেননি রমিজ। আপাতত ক্রিকেট প্রেমিরা অপেক্ষায় রয়েছেন সাবেক পাকিস্তানি তারকা হাফিজকে এবার জবাবটা কেমন দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর