thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মাস্ক না পরলে যেতে হবে জেলে

২০২০ নভেম্বর ৩০ ১৫:৩৯:০৩
মাস্ক না পরলে যেতে হবে জেলে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে মাস্ক পরতে বাধ্য করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোর নির্দেশনা আগেই দেয়া হয়েছিলো। এবার আরো কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মাস্ক পরতে না চাইলে জেলে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমন ঘোষণা দিয়ে বলেছেন, চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।

এর আগে মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে (ফোর্স করা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেছেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০নভেম্বর, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর