thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঘরে বসেই বিও একাউন্ট, খরচ ৪৫০ টাকা

২০২১ জানুয়ারি ১৯ ১৪:২১:৪১
ঘরে বসেই বিও একাউন্ট, খরচ ৪৫০ টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ার বাজারে লেনলেনে অংশ নিতে চাইলে বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্ট (বিও) থাকা আবশ্যক। এখন থেকে ঘরে বসেই অনলাইনে খোলা যাবে বিও হিসাব। আগামী মাস থেকে অনলাইনে হিসাব খোলার প্রক্রিয়া পুরোদমে চালু হয়ে যাবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। এর জন্য খরচ হবে মাত্র ৪৫০ টাকা।

এর ফলে শেয়ারবাজারে আগ্রহী বিনিয়োগকারীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

এ মাসেইপরীক্ষামূলকভাবে অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার ব্যবস্থাটি চালু হতে পারে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতেএ মাসেই দুবাইতে রোডশোর আয়োজন করতে যাচ্ছে বিএসইসি। সেখানেপ্রবাসী কোনো বাংলাদেশির বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অনলাইনে বিও একাউন্ট খোলার প্রক্রিয়া শুরু হবে।অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু হলে তাতে দেশ–বিদেশের বিনিয়োগকারীরা সহজে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন।

অনলাইনে বিও অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্রসহ ব্যাংকের একাউন্ট খুলতে যা যা লাগে তার সবকিছুই লাগবে।মাত্র ৪৫০ টাকা দিয়ে বিনিয়োগকারীরা ঘরে বসে তাদের পছন্দের ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। একাউন্ট খোলার ফি সবার ক্ষেত্রে একই থাকবে।

উল্লেখ্য,বর্তমানে দেশের পুঁজিবাজারে বিও অ্যাকাউন্টের সংখ্যা প্রায় পৌনে ২৬ লাখ। যেগুলোর মধ্যে সোয়া ৭ লাখ বিও অ্যাকাউন্টের কোনো শেয়ার নেই।অনলাইনে বিও হিসাব খোলার সুযোগ সৃষ্টি হলে একাউন্টের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দ্য রিপোর্ট/এএস/১৯জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর