thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

১২২ রানেই শেষ উইন্ডিজ

২০২১ জানুয়ারি ২০ ১৬:০৯:৪৯
১২২ রানেই শেষ উইন্ডিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার জয়ের জন্য ১২৩ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা বাংলাদেশের বোলারদের ঠিকভাবে মোকাবিলায় করতে পারেনি সফরকারীরা।

আইসিসির নিষেধাজ্ঞা শেষে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহমুদের বোলিংতোপে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এক কথায় রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সাকিবের। অন্যদিকে অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন তরুণ তুর্কী হাসান মাহমুদ।

সাকিব ৭.২ ওভারে ৮ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩টি ও মুস্তাফিজ ৬ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট পান।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথমেই আঘাত হানেন মুস্তাফিজ। ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর যখন ১ উইকেটের বিনিময়ে ১৫ রান, তখনই মিরপুরের মাঠে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠ ছাড়তে বাধ্য হন। বৃষ্টির জন্য প্রায় এক ঘণ্টায় খেলা বন্ধ থাকে।

বৃষ্টির পর মুস্তাফিজ, সাকিব ও হাসানের বোলিংতোপে ধুঁকতে থাকা সফরকারীরা কোনোমতে শতক পার করে। হ্যাটট্রিকের সম্ভবনাও জাগান হাসান। টাইগারদের হয়ে অন্য উইকেটটি পান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে।

ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে। এছাড়া চূড়ান্ত ও তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসাবে তামিম ইকবালের হবে এটি প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও তামিম সেই অভিজ্ঞতা ভুলে যেতে চাইবেন, কারণ লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছিল। গত কয়েক বছর ধরে তামিম ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বোনার, জেসন মোহাম্মদ, রভমন পাওয়েল, কাইল মায়ার্স, আকিল হোসেন, রেমন রেইফার, আলজারি জোসেফ ও কেমার হোল্ডার।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর