thereport24.com
ঢাকা, শনিবার, ১২ জুলাই 25, ২৮ আষাঢ় ১৪৩২,  ১৬ মহররম 1447

২৮ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

২০২১ জুলাই ০৬ ১৪:৩৩:৪২
২৮ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৮ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ নামের ওই বিমানটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। খবর আল-জাজিরার।


খবরে বলা হয়েছে, নিখোঁজ বিমানে ৬ জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদিকে নিখোঁজের পর পরই দেশটির একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর