thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর

২০২১ জুলাই ০৮ ১০:২১:৩৭
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই বন্দর

দ্য রিপোর্ট ডেস্ক: দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙরে থাকা এক মালবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো দুবাই শহর কেঁপে উঠেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২৫ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়। রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় দুবাইয়ের শহরজুড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দমকল বাহিনীর আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্ফোরণের আগেই জাহাজের কর্মীরা জাহাজ থেকে বের হয়ে যান। কর্তৃপক্ষ বলছে, কোনো দাহ্য বস্তু থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় গভীর নৌবন্দর। যে জাহাজটিতে আগুন লেগেছিল, সেটি খুব বেশি বড় নয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশান ট্রেডার নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল।

এদিকে বন্দরের কাজকর্ম স্বাভাবিক রাখতে বন্দরকর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর