thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ২ আশ্বিন ১৪২৮,  ৯ সফর 1443

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

২০২১ জুলাই ২৬ ১০:২৯:৪৩
বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

দ্য রিপোর্ট ডেস্ক: মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি।

সংবাদমাধ্যমটি জানায়, বন্যা ও ভূমিধসে সৃষ্ট কাদা আর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়াদের উদ্ধারে অনেক ক্ষেত্রেই উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকেও উদ্ধারের চেষ্টা চলছে দুর্গতদের। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ।

এদিকে, চীনে ভয়াবহ বন্যার পর পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইন-ফা। ঘূর্ণিঝড়ের আশংকায় আগেই বাতিল করে দেয়া হয়েছে সাংহাইয়ের বিভিন্ন বিমানবন্দরের বিমান চলাচল। দেশটির মধ্যাঞ্চলে রেকর্ড বন্যায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গেল কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বেলজিয়াম। এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে উত্তর ও পূর্ব লন্ডনের রাস্তাঘাট।

কোস্টা রিকাতেও একই ধরণের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে শত শত বাড়িঘর।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর