thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

এক পয়েন্টের জন্য বিদায় নিলেন রোমান সানা

২০২১ জুলাই ২৭ ১২:৫৪:০৬
এক পয়েন্টের জন্য বিদায় নিলেন রোমান সানা

দ্য রিপোর্ট ডেস্ক: আর্চারি রিকার্ভ একক পুরুষ ইভেন্টে প্রথম রাউন্ডে দেশ সেরা আর্চার রোমান সানা লড়েছে গ্রেট ব্রিটেনের টম হলের বিপক্ষে। ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলকে বাংলার এই তীরন্দাজ হারিয়েছে ৭-৩ সেট পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রোমাস তৃতীয় সেট জেতেন ২৭-২৬ ব্যবধানে। তবে চতুর্থ সেট জিতে প্রতিযোগিতায় ফিরে আসার আভাস দেন ব্রিটেনের টম হল। ওই সেট রোমান হেরে যান ২৭-২৫ ব্যবধানে। পঞ্চম সেট থেকে এক পয়েন্ট পেলেই চলতো রোমানের। কিন্ত লাল-সবুজ জার্সিধারী রোমান পূর্ণ ২ পয়েন্ট নিয়েই ৭-৩ সেট পেয়েন্টে জিতে উঠে গেছেন পরের রাউন্ডে। শেষ সেটে জয়ের ব্যবধান ২৯-২৭।

কিন্ত আর্চারির দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন রোমান সানা। স্বপ্নযাত্রার শেষটা সুখের হলো না। মাত্র এক পয়েন্টের জন্য আর্চারির ব্যক্তিগত রিকার্ভের দ্বিতীয় রাউন্ড থেকে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা। প্রথম রাউন্ডে কিছুক্ষণ আগে ব্রিটেনের টম হলকে হারিয়ে আশা জাগিয়েছিলেন রোমান।

প্রথম সেট:
রোমান সানা- ৯, ৯, ৮ =২৬ (২ পয়েন্ট)।
ডুয়েনাস ক্রিসপিন- ৭, ৯, ৯ =২৮ (০ পয়েন্ট)।
দ্বিতীয় সেট:
রোমান সানা- ৯, ৮, ৮ =২৫ (০ পয়েন্ট)।
ডুয়েনাস ক্রিসপিন- ৯, ৯, ১০ =২৮ (২ পয়েন্ট)।
তৃতীয় সেট:
রোমান সানা- ৯, ৯, ৯ =২৭ (০ পয়েন্ট)।
ডুয়েনাস ক্রিসপিন- ১০, ৯, ১০ =২৯ (২ পয়েন্ট)।
চতুর্থ সেট:
রোমান সানা- ৮, ১০, ৯ =২৭ (২ পয়েন্ট)।
ডুয়েনাস ক্রিসপিন- ১০, ৭, ৯ =২৬ (০ পয়েন্ট)।
পঞ্চম সেট:
রোমান সানা- ৯, ৮, ৮ =২৫ (০ পয়েন্ট)।
ডুয়েনাস ক্রিসপিন- ৭, ১০, ৯ =২৬ (২ পয়েন্ট)।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর