thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮,  ২৬ রবিউস সানি 1443

রবিবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

২০২১ আগস্ট ০৫ ১৭:৪২:৩১
রবিবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে ৮ আগস্ট রবিবার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া কঠোর বিধিনিষেধ চলাকালীন আগামী ৯ এবং ১০ আগস্ট সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে লেনদেন। বিকেল সাড়ে চারটার মধ্যে শেষ করতে হবে লেনদেন পরবর্তী কার্যক্রম। সেই সঙ্গে সীমিত জনবল দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিপ্রয়োজনীয় বিভাগের কার্যক্রম চালানোর অনুমতিও দেয়া হয়েছে।


গ্রাহকের নগদ টাকার চাহিদাপূরণে অনলাইন ব্যাংকিং ও এটিএম বুধ সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি রপ্তানির বিশেষ প্রয়োজনে সার্বক্ষণিক খোলা রাখা শাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

এদিকে, ব্যাংকের লেনদেন রবিবার বন্ধ থাকায় এদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর ব্যাংকিং লেনদেনের সঙ্গে মিল রেখে আগামী সোম ও মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর