thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২, ২৫ শ্রাবণ ১৪২৯,  ১১ মহররম 1444

ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের মানতে হবে যেসব শর্ত

২০২১ ডিসেম্বর ০২ ০৭:০৮:০৮
ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের মানতে হবে যেসব শর্ত

দ্য রিপোর্ট ডেস্ক: দিন যত যাচ্ছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন আরো জোরালো হচ্ছে। এই তারকাজুটি আগামী ৯ ডিসেম্বর বিয়ে করবেন।

এরইমধ্যে তাদের বিয়ের আয়োজন শুরু হয়েছে। অতিথিদের জন্য হোটেল বুকিং, নিরাপত্তা, গাড়িসহ সবকিছুর ব্যবস্থা বেশ গুরুত্ব সহকারে করা হচ্ছে।

তবে করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা। ওমিক্রন ছাড়াও অতিথিদের জন্য কয়েকটি শর্ত আরোপ করেছেন ভিকি ও ক্যাটরিনা।

শর্তগুলোর মধ্যে রয়েছে- বিয়ের ভেন্যু জানানো যাবে না, ছবি তোলা নিষেধ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কোনো ছবি প্রকাশ করা যাবে না, বিয়ের স্থান নিয়েও কোনো পোস্ট করা যাবে না, অতিথিরা বিয়ের ভেন্যুতে কোনো ভিডিও ধারণ করতে পারবেন না এবং ওয়েডিং প্ল্যানারের সম্মতি ছাড়া ছবি পোস্ট করা যাবে না।

এর আগে গুঞ্জন ওঠে, আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর