thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘অনুরোধ করছি, হাফ ভাড়া বাস্তবায়ন করুন’

২০২১ ডিসেম্বর ০২ ১৫:৫৫:০১
‘অনুরোধ করছি, হাফ ভাড়া বাস্তবায়ন করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার সড়কে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার যে ঘোষণা পরিবহণ মালিক সমিতি দিয়েছে, সেটি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহণের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে।

তিনি পরিবহণ মালিক শ্রমিকদের আবারো অনুরোধ করে বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

পরিবহণ মালিক শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন? কথা দিয়ে কথা রাখুন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর পরিবহণ মালিক সমিতি ১ ডিসেম্বর থেকে ঢাকার সড়কে চলাচলকারী গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু কোনো কোনো পরিবহণ এ সিদ্ধান্ত মানছে না বলে অভিযোগ উঠেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর