thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২, ৭ মাঘ ১৪২৮,  ১৬ জমাদিউস সানি ১৪৪৩

ক্যাটরিনা-ভিকির বিয়ে দেখাতে ১০০ কোটি রুপির প্রস্তাব!

২০২১ ডিসেম্বর ০৭ ১৫:৪০:৩৭
ক্যাটরিনা-ভিকির বিয়ে দেখাতে ১০০ কোটি রুপির প্রস্তাব!

দ্য রিপোর্ট ডেস্ক: দু’দিন পরেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এ নিয়ে চলছে জল্পনা।

বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাই এই জুটির বিয়ে সাজসহ বাকি আয়োজন নিয়ে ভক্ত অনুরাগীদের অনেক কৌতূহল।

এদিকে পিংকভিলা ডটকম জানিয়েছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের ছবি ও ভিডিও প্রকাশের অনুমতির জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি খ্যাতনামা ওটিটি প্ল্যাটফর্ম। যদিও এই জুটি এতে সম্মতি দিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ বিষয়ে ভিকি ও ক্যাটরিনা সিদ্ধান্ত নেবেন। এই প্রস্তাব তারা ফিরিয়ে দিতে পারেন। আবার ভক্তরা বিয়ে যেন দেখতে পান এজন্য ডিজিটাল প্ল্যাটফর্মটিকে তারা হয়তো অনুমতি দিতে পারেন।’

রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হবে ভিকি-ক্যাটরিনার বিয়ে। ৭ ও ৮ ডিসেম্বর তাদের মেহেদি ও সংগীত অনুষ্ঠান হবে। পরদিন বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই তারকা জুটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর