thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

‘বিএফইউজে’র চার যুগপূর্তির’ সেমিনার শনিবার

২০২১ ডিসেম্বর ২৩ ১৭:৪৮:২৭
‘বিএফইউজে’র চার যুগপূর্তির’ সেমিনার শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র চার যুগপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ রোজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে জাতীয় পত্রিকার সম্পাদক, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

‘গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক জাতীয় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজচিন্তক ফরহাদ মজহার।প্রধান আলোচক সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ড.
আনোয়ারুল্লাহ চৌধুরী।

এতে সম্মানিত আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. দিলারা চৌধুরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ড. চৌধুরী মাহমুদ হাসান, দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইকোনমিক টাইমস সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, দ্য ডেইলী নিউনেশন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের আহ্বায়ক প্রফেসর লুৎফর রহমান, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, জি-নাইন-এর মহাসচিব ডাঃ সায়ন্ত সাখাওয়াত, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, ডিইউজে’র সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজে সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মুনশী আবদুল মান্নান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এবং ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর