thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

আসছে মৃদু শৈত্যপ্রবাহ

২০২২ জানুয়ারি ১৪ ১৬:০২:২১
আসছে মৃদু শৈত্যপ্রবাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশের একাধিক অঞ্চলে। সেই সঙ্গে দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও অবসান ঘটবে। শনিবার (১৫ জানুয়ারি) এ অবস্থার উন্নতি হবে বলে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারাদেশেই আর বৃষ্টি থাকবে না।’

তিনি আরো বলেন, ‘এরইমধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর