thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জুন ২০২২, ১১ আষাঢ় ১৪২৯,  ২৫ জিলকদ  ১৪৪৩

ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী হলেন মৌসুমী

২০২২ জানুয়ারি ২০ ১৯:৩৪:৫২
ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী হলেন মৌসুমী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদের পদচারণা বেড়েছে এফডিসিতে। প্রতিনিয়ত এখন নিজেদের তাবুতে ভোট প্রার্থী তারকারা বসে থাকছেন। গত মঙ্গলবার রাতে দেখা গেল জায়েদ মিশা প্যানেলের তাবুতে একসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে। মাঝেমধ্যেই হাসি ঠাট্টায় মেতে উঠছেন দুজন।

পরে দুজনে কিছু সময়ের জন্য হাত ধরে একসঙ্গে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, 'ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তাঁর অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি। '

অবশ্য জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ অভিনেত্রী। বললেন, 'মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি। '

এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে।’

এফডিসিতে নির্বাচনী প্রচারণার শেষ সময় রাত আটটা। সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে দুজনে হাত ধরে হেঁটে যান মান্না ডিজিটাল কালার ল্যাব পর্যন্ত। এসময় বিপক্ষ প্যানেলের প্রার্থী অভিনেতা ইমন এলে মৌসুমী নিজেদের প্রচারণায় তাঁকেও যুক্ত করে নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর