thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

২০২২ জানুয়ারি ২৮ ১৭:২৫:৩৫
ইসি গঠন আইন নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে দলীয় অবস্থা তুলে ধরতে আগামীকাল সংবাদ সম্মেলনে ডেকেছে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য তুলে ধরবেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর