thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ জুলাই ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯,  ১ জিলহজ ১৪৪৩

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ডাবল সেঞ্চুরি

২০২২ মে ২০ ১০:২২:৪৩
ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ডাবল সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে মার্কিন এক ডলারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। সেখানে আন্তঃব্যাংক লেনদেনে এক ডলারের বিপরীতে ২০০.২০ রুপি বিনিময় হচ্ছে। গত দশটি সেশনের মধ্যে রুপির মান প্রায় শতকরা ৮ ভাগ কমেছে।

আইএমএফের লোন নিয়ে অনিশ্চয়তা এবং নতুন নির্বাচনের জন্য ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের পাকিস্তানের রুপি আন্তঃব্যাংকের মধ্যে সবচেয়ে বড় দরপতনের রেকর্ড গড়েছে।

আজ বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ডলারের বিপরীতে এদিন রুপির মান ১.৬১ ভাগ কমে গেছে। এদিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২০০.২০।

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

বৃহস্পতিবার দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ছিল ১৯৮ দশমিক ৩৯। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই মান ২০০ ছাড়িয়ে যায়।

গত ১০ মে ১৮৮.৬৬ রুপিতে বিক্রি হয় এক ডলার। এটাকেই ওই সময় রুপির সর্বোচ্চ দরপতন বলা হয়েছিল

সূত্র: ডন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর