thereport24.com
ঢাকা, বুধবার, ৬ জুলাই ২০২২, ২২ আষাঢ় ১৪২৯,  ৬ জিলহজ ১৪৪৩

ছোট ভাইয়ের শোকে মারা গেলেন বড় ভাই

২০২২ মে ২১ ১০:০৭:০৮
ছোট ভাইয়ের শোকে মারা গেলেন বড় ভাই

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসায় মৃত ছোট ভাইকে দেখতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড় ভাইও মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার জানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাসিডিটির কারণে বৃহস্পতিবার রাতে ছোট ভাই ছাল্লেক শাহ (৫৫) মারা যান। তাকে দেখতে বড় ভাই খালেক শাহ (৬৫) তার বাড়িতে আসেন। ছোট ভাইয়ের মুখ দেখে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বাদ জুমা জানিপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ মে, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর