thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হলেন তেদ্রোস

২০২২ মে ২৫ ১০:০৯:১৬
আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হলেন তেদ্রোস

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইথিওপিয়ার এ চিকিৎসক।

আজ মঙ্গলবার (২৪ মে) সংস্থার সদস্যদের ভোটে বড় ব্যবধানে নির্বাচিত হন তিনি।

চলতি বছরের জানুয়ারিতেই তেদ্রোস আধানম গেব্রেইয়েসুসকে দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মনোনীত করা হয়। এর পাঁচ মাস পর মঙ্গলবার জেনেভায় সংস্থার সদরদফতরে ৭৫তম স্বাস্থ্য সমাবেশকালে এক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। তবে এ ভোটাভুটি ছিল আনুষ্ঠানিকতামাত্র। কারণ এ পদের জন্য তেদ্রোসই ছিলেন একমাত্র প্রার্থী।

নবনির্বাচিত তেদ্রোসকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটার বার্তায় জার্মান স্বাস্থমন্ত্রী কার্ল লটারবাক বলেন, এই মাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হলেন ড. তেদ্রোস।

তেদ্রোস ইথিওপিয়ার একজন খ্যাতনামা চিকিৎসক। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি তার দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাচিত হন তেদ্রোস। তেদ্রোসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে চলতি বছরের ১৬ আগস্ট।

৫৬ বছর বয়সী তেদ্রোস করোনা মহামারি (কোভিড -১৯) সংকট মোকাবিলায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। যা তাকে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিণত করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ মে, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর