thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০,  ১২ রবিউল আউয়াল 1445

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৪

২০২২ জুন ২১ ২১:৪০:০৪
করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজন মারা গেছেন। ২১ দিন পর গতকালও একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৭৪ জন। গতকাল শনাক্ত ছিল ৮৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ দিন সুস্থ হয়েছেন ৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ০৩ শতাংশ নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর