thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫ আশ্বিন ১৪২৯,  ৪ রবিউল আউয়াল 1444

চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর 

২০২২ আগস্ট ০৬ ০৩:০২:০০
চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর 

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীনের ছোড়া ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে গেছে। শুক্রবার চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তাইওয়ান সফর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাইওয়ানের আশেপাশে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করে চীন।।

চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক মেং শিয়াংকিং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে জানিয়েছেন, বেইজিং যে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেটি তাইওয়ানের ওপর দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রমাণ হলো।

তিনি বলেন, ‘আমাদের মহড়ায় লাইভ ফায়ারিং পরীক্ষা হচ্ছে এবং এই প্রথম এগুলো তাইওয়ান দ্বীপ অতিক্রম করলো।’

শিয়াংকিং জানান, যুদ্ধবিমানগুলোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো যেখানে মোতায়েন করেছিল তাইওয়ান সেসব এলাকার ওপর দিয়ে গেছে চীনা ক্ষেপণাস্ত্র।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর