thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কক্সবাজারের টেকনাফে  ট্রলারডুবি,  ৪ বাংলাদেশিসহ ৩৩ জন রোহিঙ্গা উদ্ধার

২০২২ অক্টোবর ০৪ ১৭:১৯:৩৪
কক্সবাজারের টেকনাফে  ট্রলারডুবি,  ৪ বাংলাদেশিসহ ৩৩ জন রোহিঙ্গা উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক:কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৪ বাংলাদেশিসহ ৩৩ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। কোস্টগার্ড। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন।

তিনি জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ট্রলারটিতে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকেন। এ সময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেয়া বয়া ও পানির জারে সাঁতরিয়ে রোহিঙ্গারা কূল উঠে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছেন।

ট্রলারে কতজন রোহিঙ্গা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। আরও রোহিঙ্গা ভাসতে থাকায় প্রাণহানির আশংকা করা হচ্ছে বলে জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর