thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯,  ২৮ শাবান ১৪৪৪

ফরিদপুরের বাস-মোটরসাইকেল  সংঘর্ষে এক শিশুসহ নিহত ৩

২০২৩ জানুয়ারি ২২ ১৫:২৮:৪০
ফরিদপুরের বাস-মোটরসাইকেল  সংঘর্ষে এক শিশুসহ নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে এক শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলেন, মাইনুদ্দিন (৩৫), সৌরভ (১৬), তাবাসসুম (৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তিন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর