thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৮ মে 24, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২০ জিলকদ  1445

নির্দিষ্ট সংখ্যক ভারতীয় হিন্দি সিনেমা দেশে প্রদর্শনের জন্য আনা হবে - তথ্যমন্ত্রী

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ২১:১৮:২৫
নির্দিষ্ট সংখ্যক ভারতীয় হিন্দি সিনেমা দেশে প্রদর্শনের জন্য আনা হবে - তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:অবাধে নয়, নির্দিষ্ট সংখ্যক ভারতীয় হিন্দি সিনেমা দেশে প্রদর্শনের জন্য আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রােববার দুপুরে সচিবালয়ে শর্তসাপেক্ষে ভারত থেকে সিনেমা আমদানিতে সম্মিলিত চলচিত্র পরিষদ তথ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে তিনি আলাপ করবেন। আলোচনার পর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসময় চলচিত্র সংশ্লিষ্টরা সব সংগঠন একমত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে সিনেমা ভালো হচ্ছে আগের তুলনায় এবং অনেক সিনেমা বক্স অফিস হিট করছে কিন্তু এখনো প্রতি সপ্তাহে ভালোভাবে চালানোর মতো সিনেমা সব সময় হচ্ছে না, এটিই বাস্তবতা। নির্দিষ্ট পরিমাণ ভারতীয় হিন্দি ছবি আমদানি করলে অনেকে আবার হলমুখী হবে এবং আমাদের সিনেমাও দেখতে যাবে।

চলচ্চিত্রের ১৯টি সংগঠন একমত হওয়াতো দ্রুততার সাথে এই সিদ্ধন্ত বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর