thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বেনাপোল চেকপোস্টে ইগেটের উদ্বোধন করলেন   স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ মার্চ ০৫ ০০:৫৩:৪৩
বেনাপোল চেকপোস্টে ইগেটের উদ্বোধন করলেন   স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের (ই-গেট) উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন, তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন।

শনিবার (৪ মার্চ) বিকেলে ই-গেটের উদ্বোধন করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা এমআরপি পাসপোর্টে প্রবেশ করেছিলাম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ আমরা ই-পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের স্বনামধন্য জার্মানির একটি কোম্পানি আমাদের ই-পাসপোর্টে সহযোগিতা করেছে। শুধু ই-পাসপোর্টই নয় ই-গেট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্য

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর