thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

সাকিবের আইপিএল খেলা প্রসঙ্গে যা বলছেন বিসিবি বস

২০২৩ মার্চ ১৩ ১৩:১৯:১৬
সাকিবের আইপিএল খেলা প্রসঙ্গে যা বলছেন বিসিবি বস

দ্য রিপোর্ট প্রতিবেদক:ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখনও এক ম্যাচ বাকি রয়েছে। তবে এই সিরিজ শেষেও টাইগারদের দম ফেলার সুযোগ নেই। কেননা, এই সিরিজ শেষেই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছে গেছে আইরিশরা। সফরে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। তবে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে নাও খেলতে পারেন সাকিব আল হাসান।

গতকাল (১২ মার্চ) রাতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই উঠে আসে আয়ারল্যান্ড সিরিজ ও সাকিবের আইপিএল খেলার প্রসঙ্গ।

আয়রাল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। এদিকে তার আগেই ৩১ মার্চ শুরু হয়ে যাবে আইপিএল। যেখানে সাকিবের দল কেকেআরের প্রথম ম্যাচ ১ এপ্রিল। সেক্ষেত্রে সাকিব কি আয়রাল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে খেলবেন? এমনকি কেকেআরের প্রথম খেলার ঠিক আগেরদিন ৩১ মার্চ আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও সাকিব খেলা নিয়েও রয়েছে শঙ্কা।

এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বাংলাদেশের খেলা থাকলে দলে থাকা কোনো খেলোয়াড়কে বাইরে খেলার অনুমতি দেওয়া হবে না। এবার সাকিবের ক্ষেত্রে কি নিজেদের সেই অবস্থানে অটল থাকতে পারবে বিসিবি? নাকি আইপিএল খেলতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে টাইগারদের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ককে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখনও অনেক দেরি আছে। এগুলো নিয়ে কোনো কথা হলে না বলবো! আগে কথাটা হোক। ওরা (সাকিব, লিটন ও মুস্তাফিজ) আসুক এটা নিয়ে। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।’

বিসিবি বস আরও বলেন, ‘আমাদের এমন (ছাড়পত্র দেওয়ার) কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা এরই মধ্যে ওদের জানিয়ে দিয়েছি।’

সাকিব নিজে কি আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা বা না খেলার ব্যাপারে কিছু বলেছেন? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলেবল নয়। আমি তো জানি অবশ্যই সবগুলোতে অ্যাভেইলেবল।’

আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছেন কিনা এমন প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘সাকিব যদি এনওসি চায়, তখন বলতে পারবো। এখন আমি কি জোর করে চাওয়াবো ওকে দিয়ে? আপনারা যেভাবে বলছেন, আমার তো মনে হয় এখন জোর করে তার কাছ থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর