thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

২০২৩ মার্চ ২৩ ১৪:০১:৩৫
সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঘরের মাঠে ২০১৬ সালে শেষবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর একে একে কেটে গেছে ৭ বছর। দেশের মাঠে যেন অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিল টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ে হারের সেই তেতো স্বাদ পায় টাইগাররা।

তবে ইংল্যান্ড সিরিজের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা তামিম ইকবালের দল নিজেদের আগের সেই গৌরব অর্জনের পথেই রয়েছে। তাই, সিলেটে শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৩৩৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর বোলিংয়ে আগুন ঝরিয়ে রেকর্ড ১৮৩ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। ফলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সিরিজ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছিল।

আইরিশদের বিপক্ষে সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে আগের ম্যাচের রেকর্ড সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়ে ৩৪৯ রান সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির কারণে বোলিংয়ে নামতে পারেননি তাসকিন-এবাদতরা। তাই ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় লাল সবুজদের সেই আশা পূরণ হয়নি।

তবে লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বদলে যাওয়া বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে। এজন্য পুনরুদ্ধারের লক্ষ্যে ফেভারিট হিসেবেই মাঠে নামছে তামিম বাহিনী। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর তথা সমতা আনার মিশন।

সিলেটে তাদের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ বলতে গেলে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু মূল লড়াইয়ে এসে তামিম ইকবালের দলের সামনে আর দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার টাইগাররা করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ:পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর