thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে এটা বিস্ময়কর: মির্জা ফখরুল

২০২৩ মে ২৯ ১৮:৫৬:১০
আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে এটা বিস্ময়কর: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের লাফালাফি ও সুর কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি লড়াই চূড়ান্ত পর্যায়ে আছে।

হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

শান্তিপূর্ণভাবে বিএনপি সরকার পরিবর্তন চায়।

সোমবার (২৯ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি'র আলোচনা সভায় এসব বলেন ফখরুল। ফখরুল বলেন, জনগণ যেন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বিএনপি তা চায়। আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে এটা বিস্ময়কর। চুরির টাকা যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনছে লুটেরা। যাতে পাচারের টাকার সাথে জনগণের ২ শতাংশ অর্থ নিতে পারে।

অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ফাঁদে ফেলার চক্রান্ত করছে। এসময় তিনি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। ফখরুলের অভিযোগ, অগ্নি সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে সরকার।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর