thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন বুধবার

২০১৪ এপ্রিল ০১ ১৩:৫৩:০৬
সুবহানের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন বুধবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।

এ সময় আদালতে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও সুবহানের আইনজীবী মিজানুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন। এরপর মঙ্গলবার ট্রাইব্যুনাল-২ এ মামলাটি কজলিস্টে নিয়ে আসে। অতঃপর প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমনের আবেদনের প্রেক্ষিতে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করে আদেশ দেন।

৩১ ডিসেম্বর ২০১৩ আটক আবদুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠনসহ ৯টি অভিযোগের ভিত্তিতে এ অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-১।

১৯ সেপ্টেম্বর ২০১৩ সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। এর আগে ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন।

২০ সেপ্টেম্বর ২০১২ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/জেএম/শাহ/এপ্রিল ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর