কাঁচাবাজার থেকে শেয়ারবাজার, সবখানেই সিন্ডিকেট

মাহি হাসান, দ্য রিপোর্ট: কখনো পুঁজিবাজার কখনো বা কাঁচাবাজার। সিন্ডিকেটের হাতে জিম্মি দেশের একাধিক সেক্টর। দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে কোন কারন ছাড়াই কয়েক মাস ব্যবধানে কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম হয়ে যাচ্ছে আকাশচুম্বী। কোন কোন কোম্পানির শেয়ারের দাম পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বেড়ে যাচ্ছে। অন্যদিকে দেশের কাঁচাবাজারেও দেখা যাচ্ছে একই অবস্থা। কখনো ব্রয়লার মুরগি কখনো পেঁয়াজ। আবার কখনো বা চিনি। বর্তমানে চলছে আলুর দাম নিয়ে সিন্ডিকেটের খেলা। একেক সময় একেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে।
পুঁজিবাজার বিনিয়োগাকারী থেকে বাজারের ক্রেতা সবাই জিম্মি এক কালো সিন্ডিকেটের হাতে। এমনকি সম্প্রতি দুষ্টু এই সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৯ শে আগস্ট সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে একজন সাংবাদিক প্রশ্ন করেন বিভিন্ন সময়ে মৌসুমী নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর পেছনে যে সিন্ডিকেট কাজ করে সেটি নিস্ক্রিয় করতে কী কঠোর পদক্ষেপ নেবে সরকার, বিশেষ করে যখন বাণিজ্যমন্ত্রী বলেছেন, এখানে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেয়া যাবে না? হাত দিলে বিপদ আছে। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বিপদ আছে কে বলেছে, আমি ঠিক জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি"। প্রধানমন্ত্রী আরো বলেন, "বাণিজ্যমন্ত্রী বলেছেন? বাণিজ্যমন্ত্রীকে ধরব তো"। তিনি বলেন, "খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস ব্যবসা করে। যখনই তারা দাম বাড়ায় আমরা আমদানি করি, বিকল্প ব্যবস্থা করি। যাতে তারা বাধ্য হয় দাম কমাতে। আমরা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। কাজেই সিন্ডিকেট থাকলে তা ভাঙা যাবে না, এটা কোনো কথা না। কত শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না, আমি দেখব কী ব্যবস্থা করা যায়”। যদিও সংবাদ সম্মেলনের পরদিন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, প্রধানমন্ত্রী সিন্ডিকেটের বিষয়ে আমাকে কিছু বলেননি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’- এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, "মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে ছিলাম। কিছু বলেননি প্রধানমন্ত্রী"।
একদিকে উর্ধ্বতন মহলের এ ধরনের বক্তব্য অন্যদিকে বাজারে একের পর পণ্যের দাম বেড়েই চলেছে। লাগামছাড়া নিত্যপণ্যের বাজারে প্রতিদিনই হু হু করে বাড়ছে দাম। চড়া মূল্যের এ বাজারে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে ক্রেতারা। চলতি সপ্তাহে বেড়েছে সকল সবজির দাম। সংসার কি করে চলবে, সে ভাবনাও ভাবতে হচ্ছে তাদের। বর্তমানে বাজারের যে ধরন দেখা যায় সিন্ডিকেট চক্র একেকবার একেক পণ্য নিয়ে মেতে উঠে দাম বাড়ানোর উৎসবে। সবজির দামে পাশাপাশি বর্তমানে যেমন আলুর দাম বাড়তে শুরু করেছে। গত তিনদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এর আগে আগস্ট মাসের শেষের দিকে পেঁয়াজের দাম নিয়ে বাজার অস্থির হয়ে উঠে। ১০০ টাকার বেশি বিক্রি হয় এক কেজি পেঁয়াজ। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার ঘোষণার পরই দাম বাড়ে পেঁয়াজের। এর কিছুদিন আগে ডিমের দাম নিয়ে অদ্ভুত এক অবস্থা লক্ষ্য করা যায়। সাধারন মানুষের সবচেয়ে কম খরচে পুস্টিকর খাদ্যের উৎস এই ডিম। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এই ডিম প্রতি পিস বিক্রি হয় ১৫ টাকা। কোথাও কোথাও আরো বেশি দামে বিক্রি হয়েছে এই ডিম। মরিচের প্রকার ভেদে হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় জুলাই মাসে। সেসময় কাঁচা মরিচের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পেছনে অদৃশ্য হাত কাজ করেছে বলে মন্তব্য করেছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। সেসময় তিনি বলেছিলেন, "প্রতি বছর বর্ষার সময় মরিচের উৎপাদন কমে, দাম বাড়ে। তাই বলে কোনো বছরই মরিচের দাম এভাবে রেকর্ড করেনি। তার মানে বাজারে কোনোভাবে অদৃশ্য হাত কাজ করেছে। সেটার ফলাফল কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়েছে। এর জন্য আমরা সবাই একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। এটি কোনো সভ্যতার লক্ষণ নয়"। এর আগে মার্চ মাসে ব্রয়লার মুরগী ২৫০-২৮০ টাকায়ও বিক্রি হয় যা এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে গত বছরের শেষ দিকে বাজার থেকে প্যাকেটজাত চিনিই "উধাও" হয়ে যায়। সেসময় এক মাসের ব্যবধানে ৮০ টাকার চিনির দাম বাড়িয়ে ১২৫-১৩০ টাকা পর্যন্ত উঠে। যদিও সরকার নির্ধারিত মূল্যের ২০ টাকা বাড়তি দিয়েও বাজারে চিনি না পেয়ে খালি হাতে ফিরতে হয় ক্রেতাদের। এভাবে গত এক বছর ধরে সিন্ডিকেটের বদ নজর পড়েছে দেশের বাজারে। পেঁয়াজ, রসুন,আদা থেকে শুরু করে ডিম মুরগী কাচা মরিচ বাদ যায়নি কোনোটাই সিন্ডিকেটের হাত থেকে। বাদ যায়নি ডাবও । সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। সরকারি তথ্যমতে গত ৫ দিনে প্রায় ১০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত মাস দুয়েক ধরেই ডেঙ্গু রোগী বাড়ছে হু হু করে। ডেঙ্গু আক্রান্তদের রোগীদের চিকিৎসকরা সাধারনত ডাব খাওয়ার পরামর্শ দেন। যার ফলে সাধারন সময়ের তুলনায় ডাবের চাহিদা অনেক বেশি বর্তমানে। এরসাথে যোগ হয়েছে তীব্র গরম। ফলে চাহিদা বেড়েছে অনেকটা। এই সুযোগে ডাবের দাম বাড়িয়ে ক্রেতাদের পকেট কাটে অসাধু চক্র। একটি ডাব ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কয়েক সপ্তাহ আগেও। বাদ যাচ্ছেনা সবজির বাজারও। কমপক্ষে ৬০ টাকার নিচে বাজারে বর্তমানে কোন সবজিই পাওয়া যাচ্ছে না। রাজধানীর রামপুরা বাজার করতে আসা এক ক্রেতা বলেন, "পরিস্থিতি অনেকটা এমন ১০০০ টাকার একটা নোট নিয়ে বাজারে গেলে তিনজনের পরিবারের ৩ দিনের বাজার করাও সম্ভব হচ্ছেনা"। শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন এক বেসরকারি ব্যাংকের ম্যানেজার আসিফ ইকরাম। প্রচন্ড আক্ষেপ করে বলেন, "পণ্যের দাম কয়েক দফায় বাড়ার পর বাজারে তদারকি শুরু হয়। তদারকির পরও বাড়তি দামেই বাজার স্থিতিশীল হচ্ছে। একেক সময় একেক পণ্যের দাম নিয়ে খেলছে অসাধু ব্যবসায়ীরা। সরবরাহের দোহাই দিয়ে একেকটি পণ্যের দাম বাড়িয়ে সপ্তাহ ব্যবধানে বাজার থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। আর আমরা ভোক্তারা অসহায় হয়ে সয়ে যাচ্ছি, সরকারের যথেষ্ট মনিটরিংয়ের অভাবে এমনটি হচ্ছে"।
এদিকে কাঁচাবাজারে যেমন জিম্মি এক সিন্ডিকেটের হাতে পুঁজিবাজারেও এর ব্যতিক্রম না বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। পুঁজিবাজারে অবস্থা এমন ভালো কোম্পানির শেয়ার দাম বৃদ্ধি পাচ্ছেনা কিন্তু অচল কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়ছে। উদাহরন হিসেবে বলা যায়, বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেডের শেয়ারের নাম। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মাত্র ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির ৩৫ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৭১৪ টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারের দাম ছয় মাসে ১০৬ গুণ বা ৩ হাজার ৬৭৯ টাকা বেড়েছে। গত জুন মাস থেকে কোম্পানিটির শেয়ারের দাম একটানা বৃদ্ধি পায়। এ সময়ে প্রতিদিন গড়ে ১০ শতাংশ দাম বেড়েছে কোম্পানিটির শেয়ারের। অনেক বিনিয়োগকারী মনে করেন, বর্তমানে কারসাজি চক্র নিজেদের ইচ্ছামতো বাজার পরিচালনা করছে। যখন ইচ্ছে দাম বাড়ানো যখন ইচ্ছে কমানো। এত বছর পর এসেও বাজার চলছে কারিসাজি চক্রের হাতে, বিনিয়োগকারীদের এরুপ ধারনা অনেকটা হতাশার জন্ম দিচ্ছে। হিমাদ্রির আগে কারসাজি চক্রের হাতে ছিলো সি পার্লের শেয়ার, এমন ধারনা অনেক বিনিয়োগকারীর। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড হোটেলের শেয়ারের দাম গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৯ই মার্চ এ ছয় মাসে একটানা বেড়ে ৫৭ টাকা থেকে ৩২০ টাকায় উঠে যায়। তাতে মাত্র ছয় মাসে সি পার্লের শেয়ারের দাম ২৬৩ টাকা বা ছয় গুণ বেড়ে যায়। এরপর থেকে শুরু হয় পতন। এভাবে কারসাজি চক্র নিজেদের মনমতো একের পর এক শেয়ার নিয়ে কারসাজিতে মেতে উঠে্ এমনটাই মনে করেন অনেক বিনিয়োগকারী। এর আগে জুলাই মাসের শেষের দিকে দাপট দেখায় বিমা খাত। কোন কারন ছাড়াই বীমা খাতের একাধিক কোম্পানির দাম বাড়ে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা তখন ধারনা করেছিলেন সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বিমা খাতের বেশির ভাগ শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েছে। তাই এ মূল্যবৃদ্ধির পেছনে কারসাজি রয়েছে বলে মনে করেন তাঁরা। এর আগে ২০২০ সালের জুলাই-আগস্টে বিমা খাতের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে। ওই সময় বিমা খাতের কোনো কোনো কোম্পানির শেয়ারের দাম বেড়ে কয়েক গুণ হয়ে যায়। পরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার তদন্তে এ মূল্যবৃদ্ধির পেছনে কারসাজির ঘটনা বেরিয়ে আসে। কারসাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। বাজার বিশ্লেষকেরা বলছেন, বিমা খাতের অধিকাংশ কোম্পানি স্বল্প মূলধনী থাকায় কারসাজিকারীরা এসব শেয়ার বেছে নেন কারসাজির জন্য। কারণ, অল্প শেয়ার কিনে এসব শেয়ারের ইচ্ছেমতো দাম বাড়ানো যায়, গত জুন মাসের দিকে উৎপাদন বন্ধ এমন একাধিক কোম্পানির দাম অস্বাভাবিক বাড়ে বৃদ্ধি পায়। খান ব্রাদার্স নামক এক কোম্পানির শেয়ার এক বছরে শেয়ারটির দাম ৯ টাকা ৯০ পয়সা থেকে থেকে ৩৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়েছে। মূল্যবৃদ্ধিতে উপড়ে উঠে এলেও এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটি উৎপাদনেই নেই। রপ্তানিমুখী ব্যাগ তৈরির কারখানা বন্ধ করে ওই কারখানায় এখন ভাড়ায় অন্য কোম্পানির জন্য পণ্য উৎপাদনের কাজ করছে। কারখানা বন্ধ থাকলেও বাজারে শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঢাকার বাজারে বেশিরভাগ সময় দেখা যায় মূল্যবৃদ্ধিতে শীর্ষে থাকে বেশির ভাগই মাঝারি মানের বি শ্রেণিভুক্ত কোম্পানি। আর থাকে কয়েকটি কোম্পানি দুর্বল মৌল ভিত্তির জেড শ্রেণিভুক্ত কোম্পানি। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারসাজির মাধ্যমে মাঝারি ও দুর্বল মানের কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটানো সহজ। কিন্তু এসব কোম্পানির হাতবদল হওয়া শেয়ারের পরিমাণ থাকে কম। এ কারণে দ্রুত দাম বাড়লেও খুব বেশি লেনদেন হয় না। এজন্য দেখা যাচ্ছে ভালো মুনাফা দেওয়া কোম্পানিগুলো ভালো দাম পাচ্ছেনা। বাজারে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিকতা। কোম্পানি গবেষণা করে যেসব বিনিয়োগকারী বিনিয়োগ করে তাঁরা ভালো দাম না পেয়ে বাজার ছেড়ে দিচ্ছেন। গত চার মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার বিনিয়োগকারী বাজার ছেড়েছেন। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেবর) বিও একাউন্টের সংখ্যা হচ্ছে ১৭ লাখ ৪৭ হাজার ৭৮২ টি। যা চার মাস আগে জুন মাসের ৫ তারিখ ছিল ছিলো ১৮ লাখ ৭২ হাজার ৬৯৭টি। পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবু আহমেদ বলেন, "জুয়ারীদের বিচার নিশ্চিত করা না গেলে বিনিয়োগকারী ফিরবেনা বাজারে। দুইদিন ভালো যাবে আবার আগের অবস্থায় ফিরবে বাজার। এটি এখন নিয়ম হয়ে গেছে"। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, "পুঁজিবাজার আগের অবস্থায় ফেরাতে হলে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে"। এদিকে কাঁচাবাজার থেকে পুঁজিবাজার সর জায়গায় সিন্ডিকেটবাজ বা কারসাজি চক্রের কালো হাত। এ থেকে উত্তরনে উপায় একমাত্র দেশে সুশাসন প্রতিষ্ঠা এমনটাই মনে করেন সংশ্লিষ্ট সকলে। অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা না গেলে কখনই এ ধরনের অপরাধ দমন করাযাবেনা।এব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ দ্য রিপোর্টকে বলেন, "আমরা অসংখ্য তথ্যানুসন্ধান এবং তদন্ত করি। এই কার্যক্রম যথেস্ট সময় সাপেক্ষ। অনুসন্ধান রিপোর্ট মোতাবেক অনেক ধরনের অসংখ্য শাস্তি দেই"। তিনি আরো বলেন,"আমরা চেস্টা করি এসব অভিযোগ ও শাস্তির অপ্রয়োজনীয় প্রচার না করতে। শাস্তির অভিযোগ আমলে নেয়ার মাত্রা আমরা ক্রমাগত বৃ্দ্ধি করছি। অনিয়মের বিস্তার রোধকল্পে শাস্তির মাত্রা প্রতিনিয়ত তীব্রতর হচ্ছে"। অনিয়মের বিরুদ্ধে আরো দ্রুত ও কার্যকর ভুমিকা রাখার জন্য "অনুসন্ধান এবং তদন্ত বিভাগ" নামে আমরা অধুনা একটি বিশেষ বিভাগ সৃস্টি করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন, এমনটাই জানান বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের শক্তিশালী পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) প্রেসিডেন্ট গোলাম রহমান। তিনি বলেন, সমস্যা অনেক রয়েছে। আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম বেড়েছিলো আবার কমে গেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে বাংলাদেশের পার্থক্য একটাই বিশ্ববাজারে দাম বাড়লে আবার কমে যায় যা আমাদের দেশে কমে না। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে বাজার নিয়ন্ত্রণে আরো জোরালো ভূমিকা রাখতে হবে।
এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে নেই কোন সুখবর। ন্যূনতম ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সেই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রশুন, আদা। চাল, আটা, ময়দা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও ডাল ও আলু কিনতে গুণতে হচ্ছে বাড়তি অর্থ। দেশী মাছের পাশাপাশি অস্বাভাবিক দাম ইলিশের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহবান ক্রেতাদের।এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ৬০ টাকায় মধ্যে এখন শুধু পেঁপে, পটল আর ঢেঁড়শ মিলছে। অন্যান্য সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত। আলুর কেজি ৪৫ টাকা, লম্বা বেগুন ৮০, গোল বেগুন ১০০ থেকে ১২০ টাকা, আর ফুলকপি বাঁধাকপির পিস ৫০-৬০ টাকা। মরিচ ও রসুনের দাম কিছুটা কমলেও ঝাঁজ কমেনি পেঁয়াজের। দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ৯৫ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি ৭০ টাকা। খুচরা পর্যায়ে মসুরের ডালের কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অপরিবর্তিত চাল-ডাল, আটা-ময়দার দাম। গরু,খাসি মাংস আগের দামে থাকলেও বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার ১৯০, সোনালী ৩২০ থেকে ৩৩০ টাকা, আর দেশি মুরগির কেজি ৫২০ টাকা।
(দ্য রিপোর্ট/ মাহা/ দশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ)
পাঠকের মতামত:

- চালু হচ্ছে স্বাস্থ্য কার্ড, থাকবে যেসব সুবিধা
- জানা গেলো ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ
- গাজায় স্কুলে হামলায় নিহত অন্তত ৫০
- জিম্বাবুয়েতে নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
- ২৮ অক্টোবর থেকে ২৫৩টি স্থানে আগুন
- বন্দুক নিয়ে সমাবেশ: শাহজাহান ওমরকে শোকজ
- আসন ভাগাভাগির বিষয়ে আজ-কালকের মধ্যে সিদ্ধান্ত: কাদের
- জেড ক্যাটাগরির কোম্পানির বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা
- ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন
- প্রিমিয়ার ব্যাংকের মুনাফা ঘোষণা
- সীমান্ত ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন
- পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ক্রাফটসম্যান ফুটওয়্যার
- মাশরাফির আয় কমলেও সম্পদ বেড়েছে ২৮ লাখ টাকা
- বিশ্ববাজারে স্বর্ণের নতুন দাম
- এখন আমরা একটা পালাবদলের মাঝে দিয়ে যাচ্ছি: পাপন
- ডোনাল্ড লু-এর নির্দেশে সবকিছু করেছিলেন সেনাপ্রধান: ইমরান খান
- দেশে রপ্তানি আয় বেড়েছে
- ভোর থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- ৭ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে
- "সোহরাওয়ার্দীর জীবন আমাদের সাহস ও প্রেরণা জোগায়"
- ৭৩১টি মনোনয়নপত্র বাতিল: আজ আপিল
- নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র
- নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে চিঠি
- নির্বাচনকে বাধাগ্রস্ত করলে কঠোর ব্যবস্থা: ডিবি হারুন
- নির্বাচন আর পেছানোর সুযোগ নাই: ইসি আলমগীর
- জোটগতভাবেই নির্বাচন করবে ১৪ দলের শরিকরা
- মিনিস্টারের নির্বাচনী অফারে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট
- আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই: শাকিব
- নভেম্বরে সাড়ে ৪ হাজার বিও হিসাব বৃদ্ধি
- ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ১১ জন পর্বতারোহীর প্রাণহানি
- সাকিবের বার্ষিক গড় আয় ৫ কোটি ৫৫ লাখ
- ফের বুধবার থেকে সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ
- "সরকার ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে এবং থাকবে"
- আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন
- বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী
- সংবিধান মেনে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি: ওবায়দুল কাদের
- শ্রম আইনের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হয়: তপন কান্তি
- কাশিমপুরে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
- জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও
- বোনাস বিওতে পাঠাবে অ্যাপেক্স ফুটওয়্যার
- ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ফিলিপাইন
- হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বড় জয়
- এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
- গাজায় ভয়াবহ বোমা হামলায় ৭০০ ফিলিস্তিনি নিহত
- ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা কেন অবৈধ হবে না: হাইকোর্ট
- মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার
- সারা দেশে র্যাবের ৪২৪ টি টহল দল
- ইউএনও বদলির তালিকা প্রস্তুত হবে আজ
- জোট নেতাদের সাথে বৈঠকে বসবেন আজ শেখ হাসিনা
- অবসরের তিন বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না সরকারি কর্মকর্তারা
- ২৪ ঘণ্টার মাথায় সাবেক অধিনায়ক সালমান বাটের নিয়োগ বাতিল
- এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
- ঘূর্ণিঝড় মিগজাউমের বাংলাদেশ উপকূলে আসার শঙ্কা নেই
- রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
- চার মাসের রাজস্ব বেড়েছে ১৪ শতাংশ
- হারুনের মনোনয়নপত্র বাতিল, শাহজাহান ওমরের বৈধ
- নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে ওসি পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন
- রাজনৈতিক সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে: ইসি
- বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না: কাদের
- এক্সিম ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন
- ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
- মনোস্পুল পেপারের বোনাস লভ্যাংশ দেওয়ার সম্মতি
- জিএসপি ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ক্যাম্পেইন উদ্ধোধন
- নারীদের আইপিএলের ড্রাফটে দুই বাংলাদেশী
- শাহজালালে চার যাত্রী থেকে ছয় কেজি ৯৫৬ গ্রাম সোনা আটক
- ইসরায়েলের সঙ্গে আর কোনও ধরনের আলোচনা নয়: হামাস
- সাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত
- রাজধানীতে সমাবেশ করবে আ.লীগ
- ২৭ মিনিটের ব্যবধানে ঢাকায় তিন বাসে আগুন
- ইইউ দলের সাথে বৈঠক করেছে বিএনপি
- "শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান"
- বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
- মাগুরায় সাকিব, সমর্থকদের উল্লাস
- শেষ সেশনে দিন নিজেদের করলো বাংলাদেশ
- বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন চায় বিশ্ব: ইইউ
- দিনের শুরুতেই শেষ বাংলাদেশের ইনিংস
- হারুনের মনোনয়নপত্র বাতিল, শাহজাহান ওমরের বৈধ
- শ্রমিক অধিকার নিয়ে যে বার্তা দিলো ওয়াশিংটন
- দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
- দমন নিপীড়ণ থেকে বাদ যাচ্ছেনা বিএনপির নেতা-কর্মীর স্বজনরা
- ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব: টিআইবি
- ফের বুধবার থেকে সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টার অবরোধ
- বাংলাদেশের নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে: জাতিসংঘ
- চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যেতে পারে পাকিস্তান থেকে
- বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু
- বাংলাদেশে নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ
- পদত্যাগ করেছেন সজীব ওয়াজেদ জয়
- জনগণকে সেবা দিতে নিরলসভাবে কাজ করছে এনবিআর: প্রধানমন্ত্রী
- নির্বাচন নিয়ে ইসি-ইইউ বৈঠক আজ
- জলবায়ুর প্রভাব মোকাবেলায় সবাইকে পাশে চান প্রধানমন্ত্রী
- জলবায়ু ইস্যুতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তার আহবান প্রধানমন্ত্রীর
- সংবিধান মেনে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি: ওবায়দুল কাদের
- বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত: হানিফ
- পর্যবেক্ষক নিয়ে আমরা চিন্তিত নয়: কাদের
- নির্বাচনে বাধাগ্রস্তকারীদের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত: কাদের
- নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে ওসি পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর
অর্থ ও বাণিজ্য - এর সব খবর
