thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

২০২৩ সেপ্টেম্বর ১৩ ২০:২১:৩৬
দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

দ্য রিপোর্ট প্রতিবেদক:এশিয়া কাপে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে দেশে ফিরেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে খেলতে নামবে লাল-সবুজের দল। এর আগে আজ লঙ্কায় গিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। তার সঙ্গে দল ছেড়ে দেশে ফিরেছিলেন সাকিবও। ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁচ দিনের বিরতি ছিল খেলোয়াড়দের। ফলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সবাইকে তিন দিনের ছুটি দিয়েছিলেন। এই অবসরেই দেশে ফিরেছিলেন সাকিব।

ছুটি কাটিয়ে আজ আবারও শ্রীলঙ্কায় পৌঁছেছেন অধিনায়ক সাকিব। তিনি আবার দলের সঙ্গে যোগও দিয়েছেন। আগামীকাল অনুশীলন শেষে শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর