thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১২ রবিউল আউয়াল 1446

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

২০২৩ সেপ্টেম্বর ২১ ১৪:১৯:২৬
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক:মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

কিউইদের বিপক্ষে এই সিরিজে দুই দলের তারকা ক্রিকেটারদেরকে বিশ্রাম দিয়ে বেঞ্চ এবং তরুণদের বাজিয়ে দেখছে লাল সবুজ জার্সিধারীরা ও ব্লাক ক্যাপসরা। কিউইদের বিপক্ষে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া দলে ফিরেছেন বিশ্রামে প্রায় ছয় মাস দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে পরীক্ষা চলমান থাকা সৌম্য সরকারও আছেন দলে।


বাংলাদেশ একাদশ-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ-

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর