thereport24.com
ঢাকা, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০,  ২৩ জমাদিউল আউয়াল 1445

আমেরিকার নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না: কাদের 

২০২৩ সেপ্টেম্বর ২৬ ২৩:২৯:১৮
আমেরিকার নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না: কাদের 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য যে ভিসানীতি ঘোষণা করেছে এর সমালোচনা করে ক্ষমতাসীন বলেছেন, তাদের নিষেধাজ্ঞা এখন কেউ শোনে না। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন বন্ধ করতে পারে না, ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ কেন বন্ধ করতে পারে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রাজধানীর পাশে কেরানীগঞ্জে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সরকার নিষেধাজ্ঞার পরোয়া করে না জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, "একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না।"

ওবায়দুল কাদের বলেন, "নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। মির্জা ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশা ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।"

সমাবেশে ফখরুলের কান্নার সমালোচনা করে কাদের বলেন, "কাঁদতে কাঁদতে কান্নার দরিয়া হয়ে যাবে। তবু আপনাদের ক্ষমা নেই, মির্জা ফখরুল। আপনাদের পিতৃহত্যা, ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবোই। বাংলার মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে খেলা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, "ক্যাপ্টেন আসতেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে ক্যাপ্টেন এখন ওয়াশিংটনে আছেন। প্রস্তুত হয়ে যান, খেলা হবে।"

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর