thereport24.com
ঢাকা, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০,  ২৩ জমাদিউল আউয়াল 1445

জনদুর্ভোগের কথা চিন্তা করে  গণসংবর্ধনা নিতে  প্রধানমন্ত্রী রাজি হননি:  কাদের

২০২৩ অক্টোবর ০২ ১৭:৫৬:২৯
জনদুর্ভোগের কথা চিন্তা করে  গণসংবর্ধনা নিতে  প্রধানমন্ত্রী রাজি হননি:  কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে চেয়েছিলেন দলটির নেতাকর্মীরা। কিন্তু এতে প্রধানমন্ত্রী রাজি হননি।

রোববার (১ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের যৌথসভা শেষে এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

তিনি বলেন, ‘মহামারির কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাকে তার প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। তিনি অনেক আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। প্রধানমন্ত্রী যে সম্মান বয়ে এনেছেন, সে জন্য সংবর্ধনা তাকে দেওয়া উচিত।’

বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তার নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তার সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় ফিরবেন।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর