thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১,  ৫ জমাদিউল আউয়াল 1446

ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

২০২৩ নভেম্বর ২৭ ১২:১৯:৫৮
ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:কয়েকদিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় অবতরণ করেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্স (ফ্লাইট নং-ইউএল-১৮৯) এর একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তখন বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে শুরু থেকেই বাংলাদেশ সরকার বলে আসছিল, পিটার হাস কূটনৈতিক নিয়ম মেনে নোট অব ভারবালের মাধ্যমে ছুটির বিষয়টি আগেই জানিয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন ত্যাগ করেন, তা কূটনৈতিক পত্রের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশেও একই নিয়ম রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর