thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

রুশপন্থী  ইউক্রেনের সাবেক এমপিকে  গুলি করে হত্যা

২০২৩ ডিসেম্বর ০৭ ১৩:১৮:৫১
রুশপন্থী  ইউক্রেনের সাবেক এমপিকে  গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক:ইউক্রেনের রুশপন্থী সাবেক সংসদ সদস্য ইলিয়া কিভাকে রাজধানী মস্কোর কাছে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো অঞ্চলের একটি পার্কে তাকে গুলি করা হয়। সাবেক এ ইউক্রেনীয় এমপিকে ইউক্রেন দেশদ্রোহী বলে ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের রুশপন্থি সাবেক এ সদস্য ইলিয়া কিভাকে ইউক্রেনীয় গোয়েন্দারা হত্যা করেছে বলে দাবি করেছে কিয়েভ। রুশ তদন্তকারীরা তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন ব্যক্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে। রুশ তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি নিহত ইলিয়া কিভার ওপর গুলিবর্ষণ করে। হামলায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি জানায়, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর