thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নি:সঙ্গ গ্রহের সন্ধান

২০১৩ অক্টোবর ১০ ১৫:৪০:২৫
নি:সঙ্গ গ্রহের সন্ধান
দিরিপোর্ট২৪ ডেস্ক : কোন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বুধবার এ তথ্য জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

গ্যাসীয় এই গ্রহটির নাম পিএসও জে৩১৮.৫-২২। এটি পৃথিবী থেকে আশি আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ভর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়ে ছয় গুণ বেশি। এটা ১২ মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে।

মানাওয়ের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের ইন্সটিটিউট ফর অ্যাস্টোনমির গবেষণা দলের প্রধান মাইকেল লিউ বলেন, এর আগে আমরা এমন মুক্তভাবে ভাসমান কোন বস্তু দেখিনি। এটার মধ্যে অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত নবীন গ্রহের সব বৈশিষ্ট্যই বিদ্যমান। কিন্ত এটি নি:সঙ্গভাবে ঘুরছে।

তিনি আরো বলেন, এই ধরনের নি:সঙ্গ বস্তুর অস্তিত্বে আমি অবাক হয়েছি।

গ্রহটির খবর প্রকাশিত হয় অ্যাস্টোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ। একে হা্ওয়াইয়ের মাউ দ্বীপের প্যান স্টার্স ১ ওয়াইড-ফিল্ড সার্ভে টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কার করা হয়।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর