thereport24.com
ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১,  ৮ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে : হানিফ

২০১৩ নভেম্বর ২৫ ২০:৫২:১৪
নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে : হানিফ

দিরিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন নিয়ে একটি অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে অনেকের মনে সংশয় ছিল। তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন সংক্রান্ত বিভ্রান্তি দূর হয়েছে।’

দশম নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার রাত সোয়া ৮টায় তাৎক্ষণিক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। হানিফের গুলশানের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান বিরোধী দল নির্বাচনে না আসলে তা গ্রহণযোগ্য হবে কিনা- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘একটি নির্বাচনে দেশের সব দল অংশগ্রহণ করে না। আসল বিষয় হচ্ছে জনগণ নির্বাচন নিয়ে কী ভাবছেন। আপনারা লক্ষ্য করেছেন দেশের জনগণ নির্বাচন নিয়ে উৎসাহী হয়ে উঠেছে। তাই অবাধ সুষ্ঠু নির্বাচনই আমাদের মূল লক্ষ্য।’

অন্যান্য দলের সঙ্গে কি দেশের প্রধান বিরোধী দলের তুলনা চলে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনার সব রকম চেষ্টা আমাদের পক্ষ থেকে করা হয়েছে। প্রধানমন্ত্রীর টেলিফোন, মির্জা ফখরুলকে তাগাদা দেওয়া এগুলো দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।’

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আমরা বিগত সময়ে দেশের সবগুলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। তাই আগামী সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। বিএনপিকে বলব, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে আসুন। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে।’

বিএনপির প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতের প্ররোচণায় নির্বাচন থেকে দূরে থাকবেন না। স্বাধীনতাবিরোধী এ শক্তি নির্বাচন চায় না। তাদের রাহুমুক্ত হয়ে জনগণের কাতারে আসুন।’

(দিরিপোর্ট/বিকে/এনডিএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর