thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১২ অগ্রহায়ণ ১৪২৮,  ২১ রবিউস সানি 1443

ঘন কুয়াশায় উত্তর চীনে জীবনযাত্রা ব্যাহত

২০১৩ অক্টোবর ২১ ১৭:০৬:৩৪
ঘন কুয়াশায় উত্তর চীনে জীবনযাত্রা ব্যাহত
দিরিপোর্ট২৪ ডেস্ক : ঘন কুয়াশার কারণে উত্তর চীনের হেইলংজিয়াং রাজ্যের হার্বিন শহরে জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহরের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজপথে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহনের চলাচল। সোমবার বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বিবিসি ও এনডিটিভির।

এ এলাকার কুয়াশার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাভাবিক মানদণ্ডের চেয়ে অনেক নিচে নেমে গেছে।

সোমবার সকালে বাতাসে কুয়াশার ঘনত্ব ২ দশমিক ৫ মাইক্রোমিটারের নিচে নেমে আসে। কুয়াশার পরিমাণ প্রতি কিউবিক মিটারে ৫শ’ মাইক্রোগ্রামের উপরে রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা জিনহুয়া।

প্রতি বছর শীতের শুরুতে চীনে কুয়াশার প্রকোপ দেখা দিলেও এবার এর মাত্রা বেশি। হেইলংজিয়াং ছাড়াও জিলিন ও লিয়াওনিং-এ কুয়াশা ছড়িয়ে পড়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/ এমডি/ অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর