thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

জরুরি বৈঠকে বসছে এফবিসিসিআই

২০১৩ ডিসেম্বর ০৩ ০৮:৫০:০৫
জরুরি বৈঠকে বসছে এফবিসিসিআই

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতা ও শিল্পকারখানায় নৈরাজ্যকর অবস্থার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে জরুরি বৈঠকে বসবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বৈঠক থেকে শান্তির জন্য দেশব্যাপী সাদা পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।

স্ট্যান্ডার্ড গ্রুপে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হওয়ার প্রেক্ষিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর উদ্যোগে ব্যবসায়ীরা করণীয় নির্ধারণ নিয়ে গত দুদিন আলোচনা করেন। এতে এই সংকটময় মুহূর্তে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নীরবতার সমালোচনা করেন উপস্থিত ব্যবসায়ী নেতারা। এরই প্রেক্ষিতে এফবিসিসিআই এ জরুরি বৈঠক ডেকেছে।

বৈঠক থেকে দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে সাদা পতাকা মিছিলের মতো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।

এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের এরকম ইচ্ছা আছে। কিন্তু বোর্ড সভার আগে কিছু বলা সম্ভব হচ্ছে না।

(দ্য রিপোর্ট/এআই/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর