thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

২০১৩ ডিসেম্বর ১০ ১৫:৫৫:৪৪
ময়মনসিংহ মুক্ত দিবস পালিত

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ মুক্ত দিবস ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের ছোটবাজার মুক্ত মঞ্চে সাত দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুক, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, জিয়াউল ইসলাম, সেলিম সরকার রবার্ট, সেলিম সাজ্জাদ, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এহতেশামুল আলম, অ্যাডভোকেট এসএম সাদিক হোসেন, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এমএ কুদ্দুস, অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, রেজাউল হাসান বাবু, মনিরা সুলতানাসহ মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতাকর্মীরা।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/এআর/রা/এফএস/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর