thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯,  ৩ জমাদিউল আউয়াল 1444

শহীদদের স্মৃতিতে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

২০১৩ ডিসেম্বর ১৬ ০৮:২৪:২০
শহীদদের স্মৃতিতে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবসে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৮টা ৭ মিনিটে তিনি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, যে লড়াই চলছে সে লড়ায়ে বিজয় আমাদের হবেই।

এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে যাবার পর পরই বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতীয় স্মৃতিসৌধে অবস্থান নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন নেতার নাম সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

(দ্য রিপোর্ট/ আরএইচ/ এমডি/ ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর