thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ড’

২০১৩ ডিসেম্বর ১৬ ১৯:২১:৩১
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ড’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সঙ্গীত ও মানব পতাকায় ‘বিশ্ব রেকর্ড’ করলো বাংলাদেশ। সোমবার বিকেল ৪টা ৩১ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো কণ্ঠে ধ্বনিত হলো- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

এর আগে দুপুরে শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় রবির উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মানব পতাকা তৈরির বিশ্ব রেকর্ড গড়া হয়।

৪৩তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় ২০১৩’ মঞ্চে বিজয় উদযাপন জাতীয় কমিটি, গণজাগরণ মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি, বিজয় ৪:৩১ মঞ্চসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন লাখো কণ্ঠের এই জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করে।

ঐতিহাসিক এ উদ্যানে ১৯৭১ সালের এই দিন বিকেল ০৪টা ৩১ মিনিটে পাক-বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

জাতীয় সঙ্গীত পরিবেশনের আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন একাত্তরে মুক্তিকামী মানুষকে শক্তি যোগানো বিভিন্ন গান। পরে তারাও সমবেত কণ্ঠের জাতীয় সঙ্গীতে অংশ নেন।

এছাড়া শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় রবির উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মানব পতাকা তৈরির বিশ্ব রেকর্ড গড়া হয়। জতীয় পতাকার লাল-সবুজের টুকরোগুলো ছয় মিনিট ১৬ সেকেন্ড মাথার উপর তুলে ধরেন সেনাবাহিনীসহ ২৭ হাজার ১১৭ জন স্বেচ্ছাসেবী। এর দৈর্ঘ্য ৪৩০ ও প্রস্থ ২৮৫ মিটার।

আয়োজন দুটির প্রমাণ হিসেবে সকল তথ্য ও ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কমিটির কাছে পাঠানো হবে। অন্যদিকে এই রেকর্ডের তথ্য প্রমাণ সংগ্রহ করতে হোদা ভাসিদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন।

উল্লেখ্য, গিনেস বুকে এর আগের মানব পতাকার রেকর্ডটি পাকিস্তানের ছিল। গত বছর অক্টোবরে লাহোর হকি স্টেডিয়ামে ওই মানব পতাকায় অংশ নিয়েছিলেন ২৪ হাজার পাকিস্তানী।

এছাড়া একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার রেকর্ডটি ছিল ভারতের। ২০১৩ সালের ৬ মে ভারতের লৌখনোতে সাহারা ইন্ডিয়া পরিবার এক লাখ ২১ হাজার ৬৫৩ মানুষকে জড়ো করেন। যারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর